সংবাদ বিজ্ঞপ্তি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কক্সবাজারে জেলা পর্যায়ে উপজেলা/ইউনিয়ন/পৌরসভা থেকে অনলাইনে সক্রিয় নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপী বিশেষ কর্মশালা আজ।
৩ অক্টোবর শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। যা সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়।
এরপর বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির নেয়া “রোড টু-স্মার্ট বাংলাদেশ” কর্মসূচীর আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধনও করা হবে।
এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যা ৭টায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকগণসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, এ আয়োজনের মধ্যদিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতা-কর্মীদের তথ্য-প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত: জেলা শহর ছাড়াও ৯ উপজেলা থেকে প্রায় ১ হাজার দলীয় নেতাকর্মী প্রশিক্ষণে অংশ গ্রহণ করার কথা রয়েছে।
কক্সবাজারে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধন আজ
