হ্যাপী করিম, মহেশখালী:

প্রজনন মৌসুমে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষ্যে স্টেকহোল্ডার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা’র উপস্থিতিতে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহান তাজিম এর সভাপতিত্বে বুধবার (৪ ই অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক চৌধুরী, মহেশখালী মাতারবাড়ীর নৌ-পুলিশ ইনচার্জ মোহাম্মদ শরীফ, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার আলাউদ্দিন, ইউপি সচিব লামং, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক জাবের মেম্বার, কুতুবজোম ইউনিয়ন পরিষদের মেম্বার শামশুল আলম বাদশা, হোয়ানক ইউনিয়ন পরিষদের মেম্বার জাহাঙ্গীর আলম, স্বপন কান্তি দে, বাদল, মোহাম্মদ শাহ আলম, মুছা কলিম উল্লাহ’সহ উপজেলা মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় মৎস্য কর্মকর্তা ফারহান তাজিম জানান, সারা দেশের ন্যায় মহেশখালীতে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। সেই সাথে ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হবে। তবে নিষিদ্ধকালে মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে ।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা জানান.. আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর-২০২৩ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে ২২ দিন সাগরে মাছ ধরা বন্ধের ভিতরে জেলেদের বরাদ্দকৃত চাল বিতরণের নির্দেশ প্রদান করেন।