মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
এক লক্ষ পিচ ইয়াবা টেবলেট পাচারের মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।
দন্ডিত আসামীরা হলো : এ. কে ফজলুল হকের পুত্র আবদুল আমিন প্রকাশ দুলু এবং আবদুল হাকিমের পুত্র মুজিবুর রহমান। রায় ঘোষণার সময় দন্ডিত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ মামলাটি পরিচালনা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ :
২০১৯ সালের ২৬ মে ভোর ৫ টা ৫ মিনিটের দিকে কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা করাচিপাড়ায় র্যাব-১৫ এর একটি টিম এক অভিযান চালিয়ে একটি সিএনজি (অটোরিকশা) আটক করে এবং সেখান থেকে আবদুল আমিন প্রকাশ দুলুকে গ্রেপ্তার করা হয়। পরে আবদুল আমিন প্রকাশ দুলুর দেখানো মতে সিএনজি থেকে এক লক্ষ পিচ ইয়াবা টেবলেট ও তিন লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা টেবলেট ও নগদ টাকা পলাতক আসামী মুজিবুর রহমানের বলে ধৃত আসামী আবদুল আমিন প্রকাশ দুলু স্বীকারোক্তি দেয়।
এ ঘটনায় র্যাব-১৫ এর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিরঞ্জন রাজবংশী বাদী হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। যার টেকনাফ থানা মামলা নম্বর : ১০৫, তারিখ : ২৬/০৫/২০১৯ ইংরেজি, যার জিআর মামলা নম্বর : ৪২৭/২০১৯ ইংরেজি (টেকনাফ) এবং এসটি মামলা নম্বর : ৯৪৭/২০২১ ইংরেজি।
বিচার ও রায় :
মামলাটি বিচারের জন্য ২০২১ সালের ১০ অক্টোবর জেলা ও দায়রা জজ আদালতে চার্জ (অভিযোগ) গঠন করা হয়। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামীদের পক্ষে তাদের জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা, আসামীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ বিচারের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য্য করা হয়।
রায় ঘোষণার দিনে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১০(গ)/৩৮/৪১ ধারায় আসামী আবদুল আমিন প্রকাশ দুলু এবং মুজিবুর রহমানকে দোষী সাব্যস্থ করে তাদের যাবজ্জীবন কারাদন্ড, একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।