নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুর বাঁশকাটা ক্রীড়া সংস্থার নির্বাচন ১২ অক্টোবর।
সকাল ৯ টা থেকে বেলা একটা পর্যন্ত ফুলছড়ি মাদরাসা মাঠ সংলগ্ন ক্রীড়া সংস্থার কার্যালয়ে ভোট গ্রহণ হবে।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন, মাস্টার আবুল হোসেন ও মুঃ শওকত আলম। ক্লাবের মোট ভোটার সংখ্যা ৩৩ জন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ১০ অক্টোবর।
সে অনুযায়ী চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন, সভাপতি পদে ওসমান আলী মোর্শেদ ও হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক পদে নেজাম উদ্দিন ও মোঃ শাহিন লিটন, সিনিয়র সহ-সভাপতি পদে আবুল বশর ও এহেছানুল হক, সহ-সভাপতি পদে আনচারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রাসেল, ক্রীড়া সম্পাদক পদে মোস্তফা কামাল, অর্থ সম্পাদক পদে মোঃ শাহ জাহান, সহ ক্রীড়া সম্পাদক পদে আবদু শুক্কুর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে মিজানুর রহমান মিন্টু ও শফিউল করিম, নির্বাহী সদস্য-১ পদে এডভোকেট এসএম জসীম উদ্দীন ও সাদ্দাম হোসেন এবং নির্বাহী সদস্য-২ পদে মোঃ ইমরান।

বাঁশকাটা ক্রীড়া সংস্থার বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় খেলাধুলার মান উন্নয়ন ও ক্রীড়া সংস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষে গ্রহনযোগ্য ও নিরপেক্ষ জবাবদিহিমূলক ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে বাঁশকাটা ক্রীড়া সংস্থা প্রতিষ্ঠিত হয়। সংস্থার উপদেষ্টা হিসেবে রয়েছেন, নুরুল আলম (চেয়ারম্যান), এম জাফর আলম, বশির আহমদ, এম মনজুর আলম ও শাহজাহান চৌধুরী।