পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় আবু ছৈয়দকে গুলি করার পরবর্তি কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করে হত্যার পর বিচ্ছিন্ন একটি পা নিয়ে যায় হত্যায় অংশ নেয়া সংঘবদ্ধ সন্ত্রাসীরা।

অবশেষে তিনদিন পর শুক্রবার বিকেল ৫টার দিকে পেকুয়া থানার এসআই ইব্রাহিমের নেতৃত্বে একদল পুলিশ আফজালিয়া পাড়ার নিহত আবু ছৈয়দের শ্বশুর বাড়ির পুকুর থেকে খন্ডিত পা উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আবু ছৈয়দ হত্যাকান্ডের পরপরই পুলিশ আর র‍্যাব আসামীদের ধরতে জুরালো অভিযান শুরু করে। ঘটনার দিন পুলিশ ৬জন, বৃহস্পতিবার র‍্যাব ৩জন আর শুক্রবার জুমার চলাকালীন সময়ে একটি বাড়ি থেকে পুলিশ ২জনকে গ্রেফতার করে।

শুক্রবার গ্রেফতারকৃত আসামী ছিদ্দিক ও তার ছেলে আরকানের স্বীকারোক্তিমতে হত্যার তিনদিন পর পুকুর থেকে খন্ডিত পা উদ্ধার করা হয়।

জানা গেছে, আবু ছৈয়দকে নির্মমভাবে হত্যার পর পা কেটে নেয় সংঘবদ্ধ দুর্বৃত্তরা। চলে যাওয়ার সময় খন্ডিত পা নিহত আবু ছৈয়দের শ্বশুর বাড়ির পুকুরে রেখে যায় সন্ত্রাসীরা।

পেকুয়া থানার এসআই ইব্রাহিম বলেন, গ্রেফতারকৃত দুই আসামীর স্বীকারোক্তিমতে খন্ডিত পা নিহত আবু ছৈয়দের শ্বশুর বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়।