প্রেস বিজ্ঞপ্তি :

মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাবের আহমদ চৌধুরী প্রকাশ জাবের চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার ৩০ অক্টোবর। ২০২২ সালের এইদিনে চট্রগ্রাম শহরের মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

পরদিন ৩১ অক্টোবর ঝাপুয়া মাদরাসা মাঠে বিশাল নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জাবের চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে খতমে কুরআন, দোয়া মাহফিল, কবর জেয়ারত সহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে তাঁর পারিবারিক সুত্রে জানা গেছে।

বিশিষ্ট সমাজসেবক ও সফল রাজনীতিবিদ আলহাজ্ব জাবের আহমদ চৌধুরী ১৯৬২ সালের ২৪ জুন জন্মগ্রহন করেন। তিনি উত্তর মহেশখালী উপজেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ছিলেন। উপজেলা বাস্তবায়নে তিনি জনতাকে সাদা নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এছাড়া, লবনের ন্যায্যমূল্য আদায়সহ জনগনের ন্যায়সঙ্গত দাবি আদায়ে তিনি সবসময় মাঠে সোচ্ছার ছিলেন। এই পরোপকারী, স্বজ্জন মানুষটি হাসপাতাল, সামাজিক, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কল্যানকর প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। কালারমার ছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে তিনি প্রচুর উন্নয়নমুলক কর্মকান্ড ও আশাতীত নাগরিক সেবা দিয়ে জনগনের ভালোবাসা অর্জন করেন। এজন্য কালারমার ছড়ার গণমানুষের হৃদয়ের মাঝে তিনি এখনো অমর হয়ে হয়ে আছেন।

মাটি ও মানুষের রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা আলহাজ্ব জাবের আহমদ চৌধুরী ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার শহর সভাপতি এবং মহেশখালী উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর হিসাবে দীর্ঘদিন সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জামায়াতে ইসলামী, অংগ ও সহযোগী সংগঠনের আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

আমজনতার সুখ-দুঃখের সাথী, মহেশখালীর কৃতি সন্তান আলহাজ্ব জাবের আহমদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য সকলের কাছ দোয়া কামনা করা হয়েছে।