প্রেসবিজ্ঞপ্তি
সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তি ও হামলা-মামলার প্রতিবাদে ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর টানা ৭২ ঘণ্টা অবরোধের সমর্থনে ৩০ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজার শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী।
মিছিলটি  শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জেলা সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্মসূচি ‘অবরোধ’ পালন করার জন্য জেলাবাসীর প্রতি  আহ্বান জানান।
পরিবহণ ও বোট মালিকদের নিকট অবরোধ কর্মসূচি পালনে সহযোগিতা কামনা করেন।
এসময় শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।