সিবিএন ডেস্ক:
দোহাজারী-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচলের জন্য ট্রায়াল শুরু হতে যাচ্ছে। আগামী ৭ নভেম্বর ট্রায়াল রান শুরু হবে। ট্রায়াল রান শেষে ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশো কিলোমিটার এ রেলপথ উদ্বোধনের কথা রয়েছে।
৭ নভেম্বর একটি ইঞ্জিন ও ৭টি বগি নিয়ে দক্ষিণের পথে ছুঁটবে ট্রেন। এই ট্রেনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেলপথ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরীর সঙ্গে থাকবেন দক্ষিণ চট্টগ্রামের সব সংসদ সদস্য, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবুল কালাম চৌধুরী বলেন, আগামী ৭ থেকে ট্রায়াল রান শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ১২ নভেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন করবেন। এরপর ধীরে ধীরে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ইতোমধ্যে ট্রেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
যখন চলবে ট্রেন:
ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনটি রাত সাড়ে ১০টায় ঢাকা ছেড়ে পরদিন সকাল ৬টা ৪০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। দুপুর ১টায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে রাত ৯টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেনগুলোর মধ্যে একটি সকাল ৭টায় চট্টগ্রাম ছেড়ে সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজারে পৌঁছাবে। অন্যটি বিকাল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার পৌঁছাবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।