হ্যাপী করিম, মহেশখালী প্রতিনিধি:
মহেশখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে সোহেল নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলার বড় মহেশখালীর মগরিয়া কাটা নামক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সোহেল (১৮) একই এলাকার ওসমান গণির ছেলে। তিনি পেশায় ফিশিং বোটের শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় নিউজিল্যান্ড ও ভারত ক্রিকেট খেলা চলাকালীন চায়ের দোকানে পানি খাওয়াকে কেন্দ্র করে এহসান ও সোহেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকালে এহসান ও সোহেলের পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের গুলিতে সোহেল নিহত হন বলে অভিযোগ তার পরিবারের।

নিহতের পরিবার জানায়, স্থানীয় নজর আলী’র পুত্র এহসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করে। এসময় এহসানের গুলিতে সোহেল খুন হয়। তাকে বাচাতে গিয়ে এ ঘটনায় মতিউর রহমান, জিয়াউল হক, লোকমান ও মামুন’সহ বেশ কয়েকজন আহত হয়।

এবিষয়ে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করেছে মহেশখালী থানা পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের একাধিক টিম কাজ করছে।