হ্যাপী করিম,(মহেশখালী) প্রতিনিধি।
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলি বাতাসের প্রভাবে গাছের ডাল ভেঙে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

১৮ ই নভেম্বর সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানায়,গত ১৭ ই নভেম্বর বিকাল সাড়ে ৪ টায় ঘূর্ণিঝড় মিধিলি বাতাস ও ঝড়ের সময় স্থানীয় মিয়া হোসেনের পুত্র মোহাম্মদ সাঈদ (২২) তার বাসায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঘরের ছাউনীর পলিথিন উড়ে যায়, তা ঠিক করতে গেলে হঠাৎ একটি গাছের ডাল ভেঙে তার ওপর পড়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মোহাম্মদ সাঈদ’কে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮ টায় ইন্তেকাল করেন।

তাঁহার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক প্রকাশ করে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম বলেন. শনিবার বাদে এশার পূর্ব চিকনিপাড়া জামে মসজিদ মাঠে মরহুম মোহাম্মদ সাঈদ এর জানাযা নামাজ শেষে দাপন সম্পন্ন হয়েছে জানান।

সেই কালারমারছড়া ইউনিয়নের সাতঘরপাড়া গ্রামের মিয়া হোসেনের সদ্য বিবাহিত পুত্র মোহাম্মদ সাঈদ। দুর্ঘটনাবসতে তাঁর অকাল মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমেছেন।