নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁহ) আসনে দলীয় মনোনয়ন চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। সোমবার ২০ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাডভোকেট রনজিত দাশ এ আবেদনপত্র জমা দেন।

কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কের প্রয়াত সুকুমার দাশ ও শেফালী দাশ এর সন্তান, কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রনজিত দাশ ১৯৮২ সালে বাংলাদেশ ছাত্রলীগের কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে প্রগতিশীল ছাত্র রাজনীতির হাতেখড়ি। এরপর রনজিত দাশ আর পেছনে তাকাননি। শুধুই সামনে পথচলা। সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হওয়া, যেকোন অবস্থাতেই তাদের কল্যান করাই যেন তাঁর নেশা।

একসময়ে রাজপথ কাঁপানো দুঃসাহসী ছাত্রনেতা রনজিত দাশ কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক, সাধারণ সম্পাদক, আহবায়কের দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে। ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদের প্রভাবশালী সদস্য।

বঙ্গবন্ধুর আদর্শের যুব রাজনীতির পতাকাবাহী কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ছিলেন দৃঢ় আত্মপ্রত্যয়ী অ্যাডভোকেট রনজিত দাশ।

তৃনমুল চষে বেড়ানো জনপ্রিয় ও তরুণ রাজনীতিবিদ অ্যাডভোকেট রনজিত দাশ বাংলাদেশ আওয়ামী লীগের কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে দলকে সমৃদ্ধ করেছেন।

মানবাধিকার কর্মী, গরীবের আইনজীবী খ্যাত অ্যাডভোকেট রনজিত দাশ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির একজন সিনিয়র সদস্য ও সমিতির কার্যকরী কমিটির নির্বাচিত নির্বাহী সদস্য ছিলেন। কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি হিসাবে।

বিশিষ্ট সমাজকর্মী, অদম্য মনোবল সম্পন্ন অ্যাডভোকেট রনজিত দাশ কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা, পরিষদের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন সুদীর্ঘকাল। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখারও তিনি একজন উর্ধ্বতন কর্মকতা। ১৯৮৪ সালে কক্সবাজারে এসএসসি পাস করা শিক্ষার্থীদের সংগঠন “এসএসসি ১৯৮৪ এসোসিয়েশন” প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন হচ্ছেন, অসাধারণ বন্ধু বৎসল চুরাশিয়ান অ্যাডভোকেট রনজিত দাশ।

এছাড়া, পরোপকারী, সজ্জন ও অমায়িক অ্যাডভোকেট রনজিত দাশ কক্সবাজারের সামাজিক, ধর্মীয়, ক্রীড়া, শিক্ষা, সাংস্কৃতিক সহ বিভিন্ন কল্যানকর প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। যা গণমানুষের কাছে তাঁর গ্রহনযোগ্যতাকে আরো অনেক বাড়িয়ে দিয়েছে। অঢেল অর্থ বিত্তের মালিক নাহলেও, এ মানুষটি পেয়েছেন আমজনতার অকৃত্রিম ভালোবাসা ও মমত্ববোধ। সমাজসেবায় পেয়েছেন অনেক স্বীকৃতি।

দীর্ঘ প্রায় চার দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় থাকা অ্যাডভোকেট রনজিত দাশ কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁহ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন পেতে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং দলের মনোনয়ন বোর্ডের সম্মানিত সকল সদস্যদের সুদৃষ্টি কামনা করেছেন।

একইসাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর মনোনয়ন প্রাপ্তির বিষয়ে গণমানুষের আপনজন অ্যাডভোকেট রনজিত দাশ কক্সবাজার সদর-রামু-ঈদগাঁহ এলাকার সর্বস্থরের মানুষের সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।