নিজস্ব প্রতিবেদক
জাতীয় শুদ্ধাচার পুরস্কারের আওতায় চট্টগ্রাম অঞ্চলের শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কক্সবাজারের পরিদর্শক মোজাফফর আহমদ।
গত ৩০ অক্টোবর আঞ্চলিক পরিচালক (যুগ্ম সচিব) মোঃ মোতাহার হোসেন আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতির সনদ ও ক্রেস্ট তুলে দেন।
বিসিক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ রাশেদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোজাফফর আহমদ।
সেই সঙ্গে কক্সবাজার কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ জাফর ইকবালসহ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মোজাফফর আহমদের এই স্বীকৃতি, কৃতিত্ব ও সম্মাননায় আনন্দিত কক্সবাজার অফিসের সহকর্মীরা।
তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা কমিটির সভাপতি মোঃ ইদ্রিস আলী ও সাধারণ আতাউর রহমান।
বিসিক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কক্সবাজার আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দও শুভেচ্ছা বিবৃতি প্রদান করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।