নিজস্ব প্রতিবেদক
রামু উপজেলার গর্জনিয়া থিমছড়ি হালিমা বেগম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পালস বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী কলিম।
স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাগরণী চক্রের মাঠকর্মকর্তা লাভলু সরকার, থিমছড়ি হামিদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবু তাহের, স্থানীয় সমাজসেবক জ.ম ওবায়দুর রহমান বাবুল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও রামু উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী সেলিম।
থিমছড়ি হালিমা বেগম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর ২২ জন শিক্ষার্থী বিদায় নিয়েছে। তাদেরকে বিনা খরচে গর্জনীয় উচ্চ বিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিচ্ছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী কলিম। শিক্ষার্থীদেরকে তিনি মনোযোগী হয়ে পড়ালেখা করার আহ্বান জানান। সেই সঙ্গে সন্তানদের ব্যাপারে অভিভাবকদের আরো যত্নশীল হওয়ার অনুরোধ করেন।
এদিকে, বিদায়ী ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রী ক্রয়ের জন্য দুই হাজার টাকা করে নগদ অনুদান ঘোষণা দেন সিরাজুল ইসলাম চৌধুরী সেলিম। তিনি গ্রামীণ জনপদের শিক্ষার্থীরা আগামী দিনে আলো ছড়াবে বলে প্রত্যাশা করেন।