বার্তা পরিবেশক:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক নিযুক্ত হয়েছেন গিয়াস উদ্দিন আফসেল।
আহ্বায়ক কমিটির শূন্য পদে তাকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় কমিটি।
জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল আহ্বায়ক হিসেবে গিয়াসউদ্দিন আফসেল মনোনিত করেন।
২৮ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
গত কক্সবাজার পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে অংশ নেয়ায় তৎকালীন আহ্বায়ক আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদকে বহিস্কার করা হয়েছিলো। এতে পদটি শূন্য হয়। এই শূন্য পদেই গিয়াস উদ্দিন আফসেলকে নিযুক্ত করা হয়েছে।
গিয়াস উদ্দিন আফসেল দীর্ঘদিন ছাত্রদলসহ জাতীয়বাদী দলের রাজনীতি করে আসছেন। সর্বশেষ বর্তমান জেলা যুবদল কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন।
নতুন দায়িত্ব পালনে দলের সকল স্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।