মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার ৩০ নভেম্বর বিকেল ৩ টায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনে উদ্বোধন করা হবে। কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বর্নাঢ্য এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক এবং অনুষ্ঠান সঞ্চালনা করবেন সমিতির আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ আহমদ।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের উদ্যোগে আয়োজিত এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত ইভেন্টের সাথে আইনজীবীদের সহধর্মিণী ও সন্তানদের জন্য নান্দনিক বিভিন্ন ইভেন্ট রাখা হয়েছে বলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ আহমদ জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত উপস্থিত থাকার জন্য সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক, সমিতির আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ আহমদ অনুরোধ জানিয়েছেন।
Write to Abu Siddique Osmani