মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
তারমধ্যে, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে ৬ জন দলীয় প্রার্থী এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী।
কক্সবাজারের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ তথ্য জানিয়েছেন।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৭ জন প্রার্থী হলেন-আওয়ামীলীগের আশেক উল্লাহ রফিক, বিএনএম এর শরীফ বাদশাহ, বাংলাদেশ সুপ্রীম পার্টির খাইরুল আমীন, এনপিপি’র মাহাবুবুল আলম, জাকের পার্টির মো: ইলিয়াছ, ইসলামী ফ্রন্টের মোঃ জিয়াউর রহমান ও ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ইউনুস।
নির্দিষ্ট সময়ের পরে আসায় এ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহমুদুল করিমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।