মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
তারমধ্যে, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে, ৬ জন দলীয় প্রার্থী এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী।
কক্সবাজারের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ তথ্য জানিয়েছেন।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৯ জন প্রার্থী হলেন-আওয়ামীলীগের শাহীন আকতার, জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভূট্টো, স্বতন্ত্র সোহেল আহমেদ বাহাদুর, তৃনমূল বিএনপি’র মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্যজোটের ওসমান গনি চৌধুরী, স্বতন্ত্র মোহাম্মদ ইসহাক, এনপিপি’র ফরিদ আলম, স্বতন্ত্র নুরুল বশর ও বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল।