ইমাম খাইর, সিবিএনঃ
চকরিয়ায় মোবাইলের বকেয়া টাকার জন্য আসহাবুল করিম জিহাদ (২০) নামক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় ঘটনাটি ঘটেছে। জড়িত একজনকে আটক করেছে পুলিশ।

নিহত জিহাদ পেকুয়া সদরের ৪ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়ার মকছুদুল করিমের ছেলে। সে কক্সবাজার সিটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

রিপোর্ট লেখাকালে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এসব তথ্য জানিয়েছেন নিহতের চাচা জিয়াউল করিম।

তিনি জানান, তার ভাতিজাকে সন্ত্রাসীরা ছুরিঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কি কারণে ঘটনা হলো, তারা কেউ অবগত নন। ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জিয়াউল করিম।

স্থানীয় একটি সূত্র জানিয়েছেন, পেকুয়া সদর বাঘগুজারা ব্রীজের উপর থেকে কোনাখালীর কয়েকজন সন্ত্রাসী মিলে জিহাদকে অপহরণ করে। মরংঘোনা এলাকার স্টেশনের পাশে একটি নির্জন জায়গায় নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তারপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় স্টেশনে আগত লোকজন ধাওয়া দিয়ে একজনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মোবাইলের বকেয়া টাকা নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হয় আসহাবুল জিহাদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন আটক রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।