মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসার সামনের বাসিন্দা অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন-১ (৭০) আর নেই। মঙ্গলবার ৫ ডিসেম্বর দুপুর ২ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের সিসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মরহুমের ছোট ভাই বিশিষ্ট আইনজীবী সহকারী ফারুক হোসেন হিরু এ তথ্য জানিয়েছেন।
অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন উখিয়ার হলদিয়া পালং উত্তর বড় বিল গ্রামের মরহুম মোহাম্মদ হারু মিয়া মেম্বারের জ্যেষ্ঠ পুত্র। তিনি স্ট্রোক করলে গত ২ ডিসেম্বর থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করিয়ে তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়। অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন ১৯৮৬ সালের ১৮ মার্চ একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির অপর সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আবু তাহেরের বড় ভাই।
বুধবার ৬ ডিসেম্বর সকাল ১১ টায় উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল জামে মসজিদ মাঠে মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের ছোট ভাই অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আবু তাহের জানিয়েছেন।
আইনজীবী সমিতির শোক :
অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন-১ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন। সমিতির নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।