মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মোঃ রাশেদুল ইসলাম (১৭৭০৩) কে কুতুবদিয়ার নতুন ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোঃ রাশেদুল ইসলাম সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার ২৯জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসাবে পদায়ন করা হয়।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্মতিক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মতে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কক্সবাজারের কুতুবদিয়ার ইউএনও পদে নতুন নিয়োগ পাওয়া মোঃ রাশেদুল ইসলাম বর্তমানে চাঁদপুর জেলার হাজীগঞ্জের এর ইউএনও হিসাবে কর্মরত আছেন। হাজীগঞ্জে তিনি ২০২২ সালের ৭ এপ্রিল থেকে দায়িত্ব পালন করছেন। মোঃ রাশেদুল ইসলাম বিসিএস (প্রশাসন) ৩৪তম ব্যাচের একজন সদস্য। তাঁর নিজের বাড়ি কুমিল্লা জেলায় এবং শ্বশুর বাড়ি লক্ষীপুর জেলায়।
অপরদিকে, কুতুবদিয়া’র বর্তমান ইউএনও দীপংকর তঞ্চগ্যা (১৭৬১৪)-কে একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার ইউএনও হিসাবে বদলী করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।