সিবিএন ডেস্ক:

কক্সবাজার সিটি কলেজের থিয়েটার স্টাডিজ বিভাগের ১ বছর মেয়াদী পোস্ট গ্র্যাজ্যুয়েট ডিপ্লোমা কোর্সের ২০২০ ও ২০২১ সালের পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত ৭ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে। শতভাগ পরীক্ষার্থী পাশ করে এবং সর্বোচ্চ সিজিপিএ পয়েন্ট ৩.৯৭ অর্জন করেন ২০২০ সালের পরীক্ষার্থী মোঃ জাহেদুল হক সুমন।

করোনাকালীন বাস্তবতার কারনে পরীক্ষা বিলম্বে অনুষ্ঠিত হলেও প্রত্যাশিত ফলাফল অর্জনে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত।

ফলাফল প্রকাশের খবরে থিয়েটার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সাইফুল ইসলাম বলেন, বিভাগের প্রত্যেক নিষ্ঠাবান শিক্ষকের নিবিড় পাঠদান ও শিক্ষার্থীদের ঐকান্তিক আগ্রহের কারনেই এমন সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

এক আনন্দবার্তায় কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং জানান, থিয়েটার স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের এমন সাফল্য কক্সবাজার সিটি কলেজের জন্য গৌরব বয়ে এনেছে। আশাকরি এখান থেকে অর্জিত নৈপুণ্য কর্মক্ষেত্রে প্রয়োগের করতে এবং জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।

উল্লেখ্য ২০১৯-২০ শিক্ষাবর্ষের ২২ জন শিক্ষার্থী নিয়ে কক্সবাজার সিটি কলেজে থিয়েটার স্টাডিজ বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে এখানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫ম ব্যাচের শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।