সিবিএন:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে শহীদ সরণিস্থ কার্যালয়ের  সামনে  অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে কক্সবাজার সদর-রামু ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল বলেন , একটা দেশে যদি মানবাধিকার না থাকে সে দেশে গণতন্ত্র সুষ্ঠভাবে চলতে পারে না। তিনি আরো বলেন, ভাগাভাগির নির্বাচন না করে সুষ্ঠ নির্বাচন দিয়ে সরকার নিজেদের জনপ্রিয়তা যাচাই করুক।

 

জেলা বিএনপির সভাপতি  শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশে মানবাধিকার ভুলুন্ঠিত। প্রত্যেকটা জায়গায় গুম , খুন করা হচ্ছে।  বাংলাদেশের মানবাধিকার নামতে নামতে সি গ্রেডে গেছে। এর থেকে জনগণকে রেহায় দিন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না  বলেন , তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে মানবাধিকার বঞ্চিত। অবিলম্বে তাঁর মুক্তি ও সকল গুম খুনের বিচার দাবী করেন তিনি।

অনুষ্ঠিত মানব বন্ধনে কক্সবাজার জেলা পৌর সদর রামু ও ঈদগাঁও , মহেশখালী , উখিয়া উপজেলার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।