রামু প্রতিনিধি :
রামু উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সম্পাদক মনোনীত হয়েছেন রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আঙ্গুর বালা দাশ। এতে পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হয়েছেন- রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। সম্প্রতি ২২ সদস্যের এ কমিটির অনুমোদন দেন, বাংলাদেশ স্কাউটস রামু এর সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, সাধারণ সম্পাদক সুকুমার বড়–য়া ও ভারপ্রাপ্ত কমিশনার মো. তাজু উদ্দিন।
এদিকে নবগঠিত কমিটিতে সম্পাদক মনোনীত হওয়ায় আঙ্গুর বালা দাশ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।