শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

কক্সবাজারের কুতুবদিয়ায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত ওমর ফারুক (২০) উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মিয়াজি পাড়া গ্রামের আকতার হোছাইনের পুত্র এবং চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে সদ্য এইচএসসি পরীক্ষায় পাশ করে। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২ টায় আব্দুল খালেকের টমটম গ্যারেজে এই ঘটনা ঘটে।

গ্যারেজের মালিক আব্দুল খালেক জানান, দুপুরে তার ভাতিজা ওমর ফারুক গ্যারেজে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে, চালকেরা নিজেদের টমটম নিতে গ্যারেজে আসলে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারকে খবর দেই। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব‍্যরত চি‌কিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।