নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে দুর্বৃত্তদের অব্যাহত হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনাথ আশ্রমের পৌরহিত ও শিশুরা। প্রতিনিয়তই ওই অনাথ শিশুদের আশ্রম ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য হুমকি অব্যাহত রেখেছে ডেজি সিকদারের নেতৃত্বে একদল দুবৃর্ত্ত। ডেজি সিকদার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে কর্মরত রয়েছে বলে জানা গেছে। এদিকে সম্প্রতি রাতে ডেজি সিকদারের নেতৃত্বে ভাংচুর করা হয় অনাথ আশ্রমের সীমানা প্রাচীর ও কেটে দেয়া হয় আশ্রম ঘরের টিনও।
জানা যায়, ২০২১ সালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানে প্রতিষ্ঠিত হয় শ্রীশ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ অনাথ আশ্রম ও শিব মন্দির। প্রতিষ্ঠার পর থেকে সেই আশ্রমে বর্তমানে অর্ধশতের মত অনাথ শিশু রয়েছে। এদিকে গত কয়েকমাস ধরে আশ্রমের পাশ্ববর্তী ডেজিসিকদার নামের একটি মহিলার নেতৃত্বে প্রতিনিয়ত আশ্রমের অনাথ শিশু ও পৌরহিতকে নানা ভাবে হুমকি প্রদান করে আসছে সন্ত্রাসীরা। অনাথ শিশুরা জানান তাদের মাঝে এখন অজানা আতংক বিরাজ করছে। তবে মুঠোফোনে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন অভিযুক্ত ডেজি সিকদার। আশ্রমের অধ্যক্ষ উমেশ্বর চৈতন্য ব্রহ্মচারী জানান, বর্তমানে ডেজি সিকদারের নেতৃত্বে বিভিন্ন দিক থেকে তাদের উপর হুমকিসহ নানা অত্যাচার চালানো হচ্ছে। বর্তমানে তিনি অনাথ শিশুদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে কক্সবাজার সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপপী শর্মা ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম বলেন, যদি প্রশাসনের পক্ষ থেকে আশ্রম এবং অনাথ শিশুদের নিরাপত্তায় কোন কার্যকরী ব্যবস্থা নেয়া না হয় তাহলে আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।