মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

শনিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি পালন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।

বিজয় দিবসের কর্মসূচীর মধ্যে রয়েছে-১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে ৩১ বার তোপধ্বনি, সকল সরকারি, আধা সরকারি, সায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভোর ৬ টা ৫০ মিনিটে কক্সবাজার বিমান এলাকায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮ টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

এদিন দুপুর সাড়ে ১২ টায় বিয়াম মিলনায়তনে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত, সংবর্ধনা ও আপ্যায়ন। দেড়টায় হাসপাতাল, কারাগার, শেখ রাসেল শিশু পূর্ণবাসন কেন্দ্র, সরকারি শিশু পরিবার, অরুণোদয় ও এতিমখানায় উন্নত খাবার বিতরণ। বিকেল ৩ টায় অরুণোদয় স্কুল মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা। বিকেল সাড়ে ৩ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আমিন স্টেডিয়ামে কক্সবাজার জেলা প্রশাসন বনাম কক্সবাজার পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ।

শনিবার সন্ধ্যা ৬ টায় শহরের শহীদ দৌলত ময়দানে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া, মহান বিজয় দিবসে সারাদিন দিবসের তাৎপর্য ভিত্তিক শহরের বিভিন্ন স্থানে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। একইদিন সুবিধামত সময়ে মসজিদ, মন্দির, প্যাগোডা সহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। বিজয় দিবসে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে রচনা, চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিজয় দিবসের অনুষ্ঠানমালা সফল করতে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।