মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসন মহান বিজয় দিবস পালন করেছে।

শনিবার ১৬ ডিসেম্বর পালিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে,
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানমালার শুভ সূচনা। একইসাথে সকল সরকারি, আধা সরকারি, সায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল শ্রেণী, পেশার মানুষকে সাথে নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: নাসিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতিবিজড়িত বিমানবন্দর সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান, সালাম গ্রহণ, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ, সংবর্ধনা দেওয়া হয় শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে।

সন্ধ্যায় শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক হল মাঠ) জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া, জেলার হাসপাতাল, কারাগার, শেখ রাসেল শিশু পূর্ণবাসন কেন্দ্র, সরকারি শিশু পরিবার, অরুণোদয় ও এতিমখানায় উন্নত খাবার বিতরণ করা হয়। শনিবার মহান বিজয় দিবসে সারাদিন দিবসের তাৎপর্য ভিত্তিক শহরের বিভিন্ন স্থানে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বিজয় দিবসে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আলোচনা সভা রচনা, চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মসজিদ, মন্দির, প্যাগোডা, গর্জী সহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।