সোয়েব সাঈদ, রামু:
রামুর স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান মডার্ণ মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২৩ ডিসেম্বর সকালে রামু সিটিপার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- মডার্ণ মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ কক্সবাজার জেলা সভাপতি ডা. মাহবুবুর রহমান।
তিনি বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বিগত ৪ বছরে প্রতিষ্ঠানটি সফলতার সাথে এ অঞ্চলের মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে। এ প্রতিষ্ঠানে আউটডোর, এক্স-রে, প্যাথলজি, আলট্রাসনোগ্রাফি করা হয়। এছাড়া ফ্যামিলি হেলথ কার্ডের মাধ্যমেও এখানে লোকজনকে উদ্ধুদ্ধ করে চিকিৎসা সেবার আওতায় আনা হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত প্রাথমিক স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ প্রতিষ্ঠান ভূমিকা রাখছে। এখানে ৫ মেডিকেল অফিসার নিয়মিত রোগী দেখেন। এছাড়া ইনডোর সার্ভিস চালুর প্রচেষ্টা অব্যাহত আছে। প্রতিষ্ঠানটি এখন লাভজনক হওয়ায় ভবিষ্যতে সেবার মান আরও বৃদ্ধি করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সদস্য সুজন চক্রবর্তী ও মোহাম্মদ আবদুল্লাহ, রামু ফকিরা বাজার ব্যবসায়ি বহুমুখি সমবায় সমিতি লি.এর সভাপতি মোহাম্মদ নুরুল আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ ও চৌমুহনী বণিক সমবায় সমিতির সদস্য আজিজুল হক আজিজ, ফতেখাঁরকুল ইউপি সদস্য মো. ইউনুচ প্রমূখ।
মডার্ণ মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচলনা পর্ষদের নির্বাহী সদস্য সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের সদস্য অধ্যাপক ছৈয়দ আকবর, রাশেদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মো. হাসান, সৈয়দ সাইফুদ্দিন খালেদ, এএইচএম ইফতেখাঁর উদ্দিন চৌধুরী, হাবিব উল্লাহ, মুফিদুল আলম, আহামদ হোছাইন, মোহাম্মদ ইলিয়াছ, বদিউল আলম, নুরুল হক কাজল, সাদ্দাম হোসেন, রাশেদুল ইসলাম, কাইছার কামাল চৌধুরী শিমুল।
রামু মডার্ণ মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
