নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে সরকারি বন থেকে পাচার করা বিপুল চোরাই কাঠভর্তি একটি ডাম্বার জব্দ করেছে বনবিভাগ।
গত শুক্রবার রাতে গোপনে পাচারকালে এসিএফ প্রান্ত বড়ুয়ার নেতৃত্বে বনবিভাগের একদল লোক পরানিয়া পাড়া থেকে ডাম্বারটি জব্দ করেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, স্থানীয় দিদার ও ওবাইদুল করিম সরকারি বন থেকে বনায়নের বিপুল গাছ কেটে দীর্ঘদিন ধরে পাচার করে আসছে। এর অংশ হিসেবে শুক্রবার গোপনে একটি ডাম্পার ভর্তি আকাশমনি গাছ পাচার করছিলো। মূলত স্থানীয় রেইঞ্জার ফারুক বাবুলের সাথে যোগাসাজস করে এসব গাছ পাচার করে আসছিলো দিদার ও ওবাইদুল করিম সিন্ডিকেট।
জব্দ করা কাঠ ও ডাম্পারটি বর্তমানে কক্সবাজার উত্তর বিভাগীয় বন কার্যালয়ের মাঠে রয়েছে।
এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনে কল না ধরায় অভিযুক্ত রেঞ্জার রেইঞ্জার ফারুক বাবুলের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এসিএফ প্রান্ত বড়–য়া জানিয়েছেন, জব্দ করা কাঠ পাচারের সাথে কারা জড়িত তা তদন্ত চলছে। তদন্তের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।