অনলাইন ডেস্ক: এবার করোনা ভাইরাসের নতুন ও সবথেকে বেশি সংক্রামক ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হলো ভারতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের কর্ণাটক রাজ্যে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের দু’জন শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে জানা যায়, আক্রান্ত দু’জনেই পুরুষ। একজনের বয়স ৬৬ বছর ও অন্যজনের বয়স ৪৬ বছর।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়েন্ট। ওমিক্রনের বিস্তার ঠেকাতে আফ্রিকা অঞ্চলের বেশ কয়েকটি দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ প্রায় ৭০টি দেশ। যদিও এরই মধ্যে ২৩টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। যেসব ব্যক্তিদের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে তাদের অধিকাংশই সম্প্রতি আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে ভ্রমণের ইতিহাস রয়েছে।
এর আগে বুধবার (১ ডিসেম্বর) ঝূঁকিপূর্ণ দেশসমূহের তালিকা তৈরি করেছে ভারত। তালিকাভুক্ত এসব দেশের যাত্রীদের জন্য আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।