মাননীয় প্রধানমন্ত্রী
দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে কক্সবাজার জেলাবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা কক্সবাজার জেলা আওয়ামীলীগের নেতৃত্বে নৌকা প্রতীকের তিনজন প্রার্থী ও একজন আপনার নির্দেশনায় দলের হাজার হাজার নেতা কর্মী এক একমাস অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আপনাকে কক্সবাজারের চারটি আসনেই উপহার দেয়া হয়েছে। আপনি আমাদের রাজনৈতিক অভিভাবক, আপনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে সামনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। হয়তো আগামীকাল দশ তারিখ দ্বাদশ সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর আপনার নেতৃত ১১ ই জানুয়ারী নতুন মন্ত্রিপরিষদ গঠন করবেন। আপনার এই সাহসী নেতৃত্বে আগামীর সুন্দর একটা বাংলাদেশ প্রত্যাশা রাখছি।
আমাদের কক্সবাজারবাসীর দীর্ঘদিনের একটা দাবী, স্বাধীনতা পরবর্তী আওয়ামী সরকারের কোন মন্ত্রী কক্সবাজার জেলা থেকে মন্ত্রী পরিষদে স্থান পায়নি। কক্সবাজার একটি দীর্ঘতম সমুদ্র সৈকত ও পর্যটন শহর, ঢাকার পরে ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর কক্সবাজারকে অচিরেই চালু হতে যাচ্ছে। তার আলোকে আমরা কক্সবাজারবাসী আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি কক্সবাজার থেকে একজন নতুন মন্ত্রী পরিষদে সংযুক্ত করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা পরবর্তী ২৩ বছর ক্ষমতায় হওয়ার পরও কক্সবাজার থেকে আমরা কিন্তু কোন মন্ত্রিত্ব পাইনি। কক্সবাজার যেহেতু একটি পর্যটন শহর এ শহরকে আরো পর্যটন শহর হিসেবে নান্দনিকভাবে সাজানোর জন্য আপনার পছন্দের একজন মন্ত্রী কক্সবাজারবাসীকে উপহার দিবেন। যেহেতু কক্সবাজার একটি পর্যটন নগরী বিমান ও পর্যটন মন্ত্রী অথবা কোন টেকনোক্র্যাট মন্ত্রী করা যায় কিনা সবিনয়ে বিবেচনা করলে কক্সবাজার বাসী আপনার কাছে চির ঋণী হয়ে থাকবে।
খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।