আবুল কালাম, চট্টগ্রাম :

চট্টগ্রাম শহরে বসবাসরত পর্যটন জেলা কক্সবাজারের রম্যভূমি রামু-বাসির সম্মিন ও মিলন মেলার প্রস্তুতি রামু সমিতির আয়োজনে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় রামু সমিতি, চট্টগ্রাম’র সভাপতি, বিশিষ্ট সাংবাদিক তপন চক্রবর্তীর সভাপতিত্বে, সাধারন সম্পাদক সাংবাদিক হামিদ উল্লাহ’র সঞ্চালনায় সম্মিলন আয়োজনের আলোচনায় বক্তব্য রাখেন সহ- সভাপতি জনাব হামিদুল হক, এডভোকেট স্বদেশ শর্মা, মোহাম্মদ মামুন, মহিলা সম্পাদক অধ্যাপক পারভীন আকতার, ব্যবসায়ী তিতু বড়ুয়া, মাহবুবুল আলম, ব্যাংকার পিপলু বড়ুয়া কমল, প্রচার সম্পাদক এডভোকেট আবু ঈসা, ব্যবসায়ী এহতেশামুল হক চৌধুরী, কনিকা প্রভা বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক রেজাউল আমিন মোরশেদ।

সকোলের মতামতের ভিত্তিতে আগামী ২৩ ফেব্রুয়ারী রামুবাসীর সম্মিলন উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৫ ফেব্রুয়ারীর মধ্যে চট্টগ্রামস্থ রামুবাসীদের নিবন্ধন করার জন্য সময়সীমা নির্ধারন করা হয়।

নিবন্ধনের জন্য যোগাযোগ :
01814 32 40 40
01818 06 78 55
01768 57 03 88
01816 85 99 25