বার্তা পরিবেশক:
‘দৈনিক সমুদ্র কন্ঠ’ পত্রিকার সাংবাদিক মহি উদ্দিন মাহীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন খুরুশকুল রাস্তার পাড়া বটতলী এলাকার ‘শাহাজা ট্রেডার্স’র মালিক নেজাম উদ্দিন নামের এক যুবক। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) কক্সবাজার সদরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৪ এ তিনি মামলার আবেদন করেন। আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারী ‘দৈনিক সমুদ্র কন্ঠ’ পত্রিকায় ‘ট্রলারে অগ্নিদগ্ধ নিহত ৩ জেলে মিয়ানমারে অকটেন পাচারে সক্রিয় নেজাম সিন্ডিকেট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। একই সংবাদ মহি উদ্দিন মাহী নিজের ফেসবুক পেজে এবং সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনিবন্ধিত চ্যানেল সিবি-২৪ এ প্রকাশ করেছে। আসামী ইচ্ছাকৃতভাবে মামলার বাদি নেজাম উদ্দিন কে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার কু-মানসে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে উক্ত মিথ্যা সংবাদ পরিবেশন করেছে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

মামলার বাদী নেজাম উদ্দিন বলেন, আমি দেশের প্রচলিত আইনমান্যকারী একজন নাগরিক। খুরুশকুলে আমার দাদা ও পিতার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি এবং ফিশিং ট্রলারের ব্যবসা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। সেই সম্পত্তি কাজে লাগিয়ে আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান চালাই। সেখানে অবৈধ পথে আয় করার কোনো প্রশ্নই উঠে না। আমাদের ফিশিং ট্রলার আছে দুটি। আমরা অনেক আগে থেকে ঐতিহ্যগতভাবে ট্রলারে করে মাছ ধরার পেশার সাথে যুক্ত রয়েছি। এই ট্রলার অবৈধ পাচারে সম্পৃক্ত করে সাংবাদিক মাহী আমার কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে মানহানিকর সংবাদ প্রকাশ করেছে। এতে অনেক সম্মানহানি হয়েছে বলে দাবী করেন তিনি। দেশের প্রচলিত আইনে সুষ্ঠু তদন্তের পর তার শাস্তির দাবিও জানান তিনি।