কামাল শিশির,রামু:

রামুর ঈদগড় থেকে রিভলভার, দেশীয় তৈরি লম্বা বন্দুক, কার্তুজসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ঈদগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা।

শনিবার বিকেল ৪টার সময় ঈদগড় বাজার থেকে তাদের আটক করা হয়। ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত হলো ঈদগাঁওয়ের কালির ছড়া এলাকার জিকু, চকরিয়ার সালা উদ্দিন, ডুলহাজারার মেহেদী হাসান।

ইনচার্জ আরো বলেন, ধৃতরা গর্জনিয়া এলাকা থেকে অস্ত্র গুলো সংগ্রহ করে সাপের গাড়া রোড দিয়ে ডুলহাজারা যাচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে বাজারে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে রিভলবারসহ দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাদের দেওয়ান।

রামু থানার ওসি তদন্ত ইমন চৌধুরী জানান, ধৃতরা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে এসব আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চকরিয়া যাচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।