মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
চট্টগ্রামের হালদায় উপজেলা প্রশাসনের অভিযানে ১০ হাজার মিটার ভাসা জালসহ সাথে সরঞ্জাম ও নোঙর জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার(০২ ডিসেম্বর) সকাল ১০ টার পর শুরু হওয়া এ অভিযান বিকাল ৩ টা পর্যন্ত অব্যাহত থাকে। হাটহাজারীর গড়দুয়ারা থেকে হালদা মুখ পর্যন্ত পরিচালিত এ অভিযানে বুড়িশ্চর ইউনিয়ন সংলগ্ন ছায়ারচর ও হালদার মুখ এলাকা হতে মোট ১৫ টি অবৈধ ভাসা জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন আইডিএফ ও সেচ্ছাসেবী রৌশনগীর। তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
নির্বাহী ম্যাজিষ্টার (ইউএনও) শাহিদুল আলম বলেন, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান চলবে। সবাই তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেন ইউএনও।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।