প্রিজন ভ্যান থেকে একাই খুনের আসামি স্বামীকে ছিনিয়ে নিলেন স্ত্রী
হিন্দি বা বাংলা চলচ্চিত্রে নায়িকাকে নায়কের উদ্ধারের ঘটনা প্রায়ই দেখা যায়। তবে ভারতে এবার ঘটলো ভিন্ন ঘটনা। এক নারী স্কুটি নিয়ে এসে পুলিশের গাড়ি থেকে খুনের মামলায় অভিযুক্ত স্বামীকে ছিনিয়ে নিয়ে পালালেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, দেশটির উত্তরপ্রদেশের মথুরায় এমনই এক কাণ্ড ঘটেছে।
বিচারাধীন ওই আসামির নাম অনিল। তার বিরুদ্ধে হরিয়ানা ও উত্তরপ্রদেশ- দুই রাজ্যেই আটটি মামলা চলছে। মথুরা জেলে বন্দি ছিলেন অনিল। আদালতে শুনানি শেষে তাকে আবার মথুরা জেলে নিয়ে যাচ্ছিলেন উত্তরপ্রদেশ পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) এবং দুই কনস্টেবল। কিন্তু মাঝপথে আচমকাই স্কুটি নিয়ে অনিলের স্ত্রীর আবির্ভাব। প্রিজন ভ্যানের সামনে গাড়ি দাঁড় করিয়ে স্বামীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্কুটিতে চেপে পালিয়ে যান।
এই ঘটনায় হুলস্থূল পড়ে যায় মথুরায়। কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশ্ন উঠছে, তিনজন পুলিশ সদস্য থাকা সত্ত্বেও কীভাবে বন্দিকে ছিনিয়ে নিয়ে গেলেন একজন নারী। পুলিশ সদস্যরা কি বাধা দেয়ার চেষ্টা করেননি? তাহলে কি পুলিশ সদস্যদের সঙ্গেই কোনো যোগসাজশ ছিল? প্রশ্ন উঠছে, ওই সময়ে সেই রাস্তা ধরেই যে প্রিজন ভ্যানটি আসছে, সেটি কীভাবে খবর পেলেন অনিলের স্ত্রী? শুধু তার স্ত্রীই ছিলেন, নাকি আরও কেউ তাকে সহযোগিতা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় গাফিলতির অভিযোগে বন্দির নিরাপত্তায় থাকা তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। অনিল ও তার স্ত্রীর খোঁজে তল্লাশি চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।