মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মোঃ রাশেদুল ইসলাম (১৭৭০৩) কে রামু’র নতুন ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম-কে রামু’র ইউএনও হিসাবে পদায়ন করা হয়।
রামু’র ইউএনও পদে নতুন নিয়োগ পাওয়া মোঃ রাশেদুল ইসলাম বর্তমানে কক্সবাজারের কুতুবদিয়ার ইউএনও হিসাবে কর্মরত আছেন। কুতুবদিয়াতে তিনি ২০২৩ সালের ১১ ডিসেম্বর থেকে দায়িত্ব পালন করছেন। মোঃ রাশেদুল ইসলাম বিসিএস (প্রশাসন) ৩৪তম ব্যাচের একজন সদস্য। তাঁর নিজের বাড়ি কুমিল্লা জেলায় এবং শ্বশুর বাড়ি লক্ষীপুর জেলায়।