এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
চকরিয়া পৌরশহরের সোসাইটি জামে মসজিদের কমিটি গঠন নিয়ে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতের সংখ্যা দাড়িয়েছে ৪।
জুমাবার(২৬শে জানুয়ারি) খুতবার পূর্বে মসজিদের নতুন কমিটি ঘোষণা করেন চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও নতুন কমিটির উপদেষ্টা মুজিবুল হক মুজিব। ঘোষণার সাথে সাথে পুরাতন কমিটির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীসহ বেশকিছু লোকজন ভুয়া কমিটি মানি না বলে হৈচৈ শুরু করে।
এক পর্যায়ে নতুন ও পুরাতন কমিটির সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশ এসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় চকরিয়া পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী,চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইনসহ ৪-৫জন কমবেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে চকরিয়া-পেকুয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ছৈয়দ মোহাম্মদ ইবরাহীমকে প্রধান উপদেষ্টা করে ২৫ সদস্যের পরিচালনা কমিটি গঠন করে। এতে সভাপতি করা হয় জাহাঙ্গীর হোছাইনকে,সহসভাপতি কুতুবউদ্দিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ফোরকান, অর্থ সম্পাদক জিয়াউল করিম জিয়া।