মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ২ দিনের সফরে আজ শনিবার ২৭ জানুয়ারী কক্সবাজার আসছেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শনিবার সকাল সাড়ে ৮ টায় বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। একইদিন তিনি টেকনাফের বাহারছরা ইউনিয়নে “কানেক্টেড বাংলাদেশ” এর আওতায় ইন্টারনেট কানেক্টিভিটি কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করবেন। সকাল সাড়ে ১১ টায় তিনি সেন্টমার্টিনে সাব পোস্ট অফিসের পূণ: নির্মাণ কাজ এবং দুপুর ১২ টায় সেন্টমার্টিনে ডিজিটাল সেন্টার পরিদর্শন করবেন। বিকেল ৩ টায় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কর্ণফুলী এক্সপ্রেস যোগে নৌপথে কক্সবাজার শহরের উদ্দ্যেশে রওয়ানা দেবেন।
রোববার ২৮ জানুয়ারী বিকেল সাড়ে ৩ টায় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কক্সবাজার শহরের থানা রোডস্থ জেলার প্রধান ডাকঘর, বিকেল ৪ টায় বিটিসিএল এর একচেঞ্চ অফিস এবং টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার পরিদর্শন ও মতবিনিময় করবেন। ২ দিনের কক্সবাজার সফর শেষে একইদিন সন্ধ্যা ৬ টায় তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো: মুশফিকুর রহমান (উপসচিব) প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে। সফরে প্রতিমন্ত্রীর সহধর্মিণী তাঁর সফরসঙ্গী হবেন বলে সফরসূচিতে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।