ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার শহরের আবাসিক হোটেল সীগাল থেকে গাজী এম শওকত হাসান (৫০) নামক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি কুমিল্লা দুর্গাপুর অশোক তলার মৃত গাজী মোস্তফার ছেলে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮ টার দিকে লাশটি উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সিবিএনকে জানান, হোটেলের ৩০৮ নং কক্ষে তৃতীয় তলায় জনৈক গাজী এম শওকত হাসান অসুস্থ অবস্থায ফ্লোরে পড়ে থাকলে তাঁর সহকর্মী ও হোটেল স্টাফদের সহায়তায় চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজী এম শওকত হাসান সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিটি ব্যাংকের কর্মচারী বলে প্রাথমিকভাবে জানা যায়।
তিনি গত ৩০ জানুয়ারি গ্রুপ ট্যুরে কক্সবাজার আসেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি মোঃ রকিবুজ্জামান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।