শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :

২০২২ সালের জাতীয় শিক্ষা পদকে দেশসেরা শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত সাগর বেষ্টিত দ্বীপের স্বনামধন্য প্রতিষ্ঠান উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক। দেশের ৬৫ হাজার ৬শ’ ৭২টি সরকারি প্রাথমিকের মধ্যে ওই বিদ্যালয়টি দ্বিতীয় স্থান লাভ করে। এ উপলক্ষে
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর উদ্যােগে এক সংবর্ধনা ও প্রীতিমিলন আয়োজন করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারী) সকালে স্কুল মিলনায়তনে সংবর্ধনা ও প্রীতিমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উত্তর লেমশেখালী প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মোহাম্মদ আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এসময় তিনি বলেন, “শিক্ষায় গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নিদের্শে শিক্ষার আলো জ্বলবে প্রতিটি ঘরে ঘরে। সরকার শিক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করছে। সেখানে দেশের ৬৫ হাজার ৬শ’ ৭২টি সরকারি প্রাথমিকের মধ্যে উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দ্বিতীয় স্থান লাভ করেছে এটা গর্বের বিষয়।

এছাড়া, আগামী দিনে আরও বেশি কারিগরি শিক্ষা উপর গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মকে তৈরী করতে হবে। এদিকে, মহেশখালী- মাতারবাড়িতে সমুদ্র বন্দর সময়ের বাস্তবতা। কুতুবদিয়াতে বিদ্যুৎও চলে আসছে। মহেশখালী-কুতুবদিয়া হবে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল। সেখানে যাতে নতুন প্রজন্ম ভূমিকা রাখতে পারে সে দিকে নজর রাখার আহবান জানান তিনি।

অন্যদিকে, মাষ্টার ওমর ফারুক এর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফরিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মো.রাশেদুল ইসলাম,কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের,কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আলম সিকদার, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শরীফ,জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম ভুট্টো, জেলা আওয়ামী লীগের সদস্য মো. শফিউল আলম প্রমুখ। এছাড়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশেক উল্লাহ, উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা ইয়াসমিন, শিক্ষানুরাগী মহিউদ্দিনসহ অনেকে।

প‌রে, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, গুনীজন ও অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।