নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার পৌর শাখার আওতাধীন ১০ নং ওয়ার্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ব্রাম্ম মন্দিরে এই দি্ব বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক কাতীক ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনের উদ্বোধন করেন পৌর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দেবাশিষ দাশ দেবু। এতে মহান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন দাশ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ডা: চন্দন কান্তি দাশ। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক জনি ধর। পৌর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুজন শর্মার পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রজ গোপাল ঘোষ। সম্মেলন শেষে শিমুল পালকে সভাপতি ও অন্যন্যা দেবকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।