অনলাইন ডেস্ক: প্রেসিডেন্ট আরিফ আলভি বুধবার সাংবাদিক ও মিডিয়া পেশাদারদের সুরক্ষা বিলটিতে স্বাক্ষর করেছেন এবং এটিকে দেশের জন্য ঐতিহাসিক আইন বলে অভিহিত করেছেন। দ্য ডন
আলভি আরও বলেন, লোকেরা চায় না যে তাদের ভুলগুলো প্রকাশ হোক তাই তারা সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি করে।
বিলে সাংবাদিকদের জীবন রক্ষা, হয়রানি ও নির্যাতনের হাত থেকে বাঁচানো এবং জীবন ও স্বাস্থ্য বীমা সুবিধা প্রদানের মাধ্যমে তাদের কল্যাণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
গত ৮ নভেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদে এবং ২০ নভেম্বর সিনেটে এ আইন পাস হয়। এর আগে গত আগস্টে আইনটির একটি আঞ্চলিক সংস্করণ পাস হয়েছিলো পাকিস্তানের সিন্ধু প্রদেশে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।