পেকুয়া সংবাদদাতাঃ

পেকুয়ায় নির্বাচনী সহিংসতার মামলায় যুবদল নেতা বাচ্চু প্রকাশ পিচ্চি বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি ) বেলা ২টায় সদর ইউনিয়নের আশরাফুল উলুম মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বাচ্চু প্রকাশ পিচ্চি উপজেলা উপজেলার যুবদলের সক্রিয় নেতা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানা ওসি (তদন্ত) সুদিপ্ত শেখর ভট্টাচার্য।

তিনি জানান, গত ৭ জানুয়ারি নির্বাচনে সহিংসতায় পুলিশের মামলায় এজাহারভুক্ত ১০ নং আসামি মোঃ বাচ্চু নামে একজনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পেকুয়া থানায় হত্যা সহ রাজনৈতিক একাধিক মামলা রয়েছে।