রাশেদুল ইসলাম :
কক্সবাজার শহরের রুমালিয়ার ছরা আল-মোস্তফা নূরানী মাদরাসার বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রুমালিয়ার ছরা আল-মোস্তফা নূরানী মাদরাসার মাঠে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়৷
অনুষ্ঠানে সভাপতি ছিলেন, আল-মোস্তফা নূরানী মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান কোম্পানী৷
প্রধান অতিথি ছিলেন, আল-মোস্তফা নূরানী মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাজাহান সিদ্দিকী৷
বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সার্বিক তত্ববধানে ছিলেন আল-মোস্তফা নূরানী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা নোমান মুহাম্মদ নুরুল আমিন৷
আল-মোস্তফা নূরানী মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল আবছার ও মাষ্টার আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হাফেজ মাওলানা জালাল আহমদ, শাহরিয়ার হুদা৷
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা রাশেদ উল্লাহ, মাওলানা সালাহ উদ্দীন, হাফেজ শহিদুল্লাহসহ ছাত্র ছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন৷
গত ৬ ফেব্রুয়ারি থেকে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে মাদরাসার উন্নতি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা রাশেদ উল্লাহ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করায় এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল-মোস্তফা নূরানী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা নোমান মুহাম্মদ নুরুল আমিন৷