সোয়েব সাঈদ, রামু:
দুর্নীতিবিরোধী শপথে রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষার্থীর সংবর্ধনা ও দোয়া মাহফিল।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বাঁকখালি ফাউন্ডেশনের সভাপতি আবুল কাসেম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিরুপম মজুমদার এবং প্রধান আলোচকের ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদেরকে কর্মবীর মানবিক দক্ষ মানুষ হয়ে গড়ে উঠতে হবে। নিষ্ঠা ও অধ্যবসায় শিক্ষা তোমাদের লক্ষ্যে পৌঁছে দিবে। তখন নক্ষত্র ব্যক্তি হিসেবে তোমরা, আলোকিত করবে সমাজকে এবং এই প্রতিষ্ঠানকে। তোমরা কখনও দুর্নীতির আশ্রয় নেবে না। তোমাদের পরিবারে কোন অবস্থাতে দুর্নীতি হতে দেবে না।”
‘ওই পাতাটায় অমর হবে তোমার আমার কথা, পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যথা’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাধন কুমার দে, এ এইচ এসডি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হালিম, মেরংলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌ. মো. তৈয়ব, রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রিয়তোষ চক্রবর্তী পিন্টু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল শর্মা, হোসনে আরা বেগম, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক খালেদ শহীদ, রামু সরকারি কলেজের শিক্ষক মানসী বড়ুয়া প্রমুখ।
বাঁকখালি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহ’র শুভেচ্ছা বক্তৃতা ও রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কান্তি দাশের স্বাগত বক্তৃতায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে সভামঞ্চে আরও উপস্থিত ছিলেন, রামু সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, অধ্যাপক জহির উদ্দিন, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, দক্ষিণ ফতেখাঁরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ শর্মা, রামু বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়ুয়া ও রামু ব্লাড ডোনার’স সোসাইটির সভাপতি কফিল উদ্দিন।
রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রমজান আলী ও আসমাতুল এলা’র সঞ্চালনা ও এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক অসীম বড়ুয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তৃতা করেন, কাশফিয়া নাজনীন সেজান, তাসনিম হক সামিহা, বিদায়ী শিক্ষার্থী আদ্রিতা বড়ুয়া অথই, আখতারুজ্জামান ঈশান। মানপত্র পাঠ করেন, নিশাত তাবাচ্ছুম ও বিদায়ী শিক্ষার্থী শাহ রাহিয়ান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।