আব্দুস সালাম,টেকনাফ:

টেকনাফের হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ২৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় রঙ্গিখালী নামক এলাকায় আখতারুজ্জামানের বাড়ির পাশে লবণ মাঠের ভিতরে মাদক চোরাকারবারিরা পাচারের উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠের ভিতর তল্লাশি অভিযান পরিচালনা করে।

মিয়ানমার ইস্যুতে সীমান্তর সংঘাত নিয়ে জাতিসংঘে চিঠি দেবে সরকার- ওবায়দুর কাদের

কিছুক্ষণ পর টহলদল আখতারুজ্জামানের বাড়ির পাশে লবণ মাঠে ব্যাপক তল্লাশি করে পূর্ব থেকেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কালো পলিথিনে মোড়ানো ১টি মাদকের প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত প্যাকেটের ভিতর থেকে ১কেজি ২৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়।

ফেলে যাওয়া বস্তায় ৩ লক্ষ ইয়াবা

উক্ত স্থানে অন্য কোনো বেসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারিদের শনাক্ত করাও সম্ভব হয়নি। চোরাকারবারিদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।