ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার শহরে অবৈধ করাতকল বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে লাইসেন্স নবায়ন না থাকাসহ নানা অপরাধে তিনটি করাতকলকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডিত করাতকলগুলোর মধ্যে মেসার্স শফি স’মিল ও মেসার্স নুরুল হক স’মিলকে ১০ হাজার করে মোট ২০ হাজার ও মেসার্স সেলিম স’মিলকে ৫ হাজার টাকা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামী এই দণ্ড প্রদান করেন।

এ সময় সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, কক্সবাজার রেঞ্জ অফিসার সমীর রঞ্জন সাহা, সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: সারওয়ার আলম বলেন, লাইসেন্স নবায়ন না করায় অনেক করাতকল ইতোমধ্যে সিলগালা করা হয়েছে। মামলা দেওয়া হয়েছে অনেকের বিরুদ্ধে।
লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।