আবদুল মালেক সিকদার রামু
রামুতে প্রবীণ ও গুনিজনদে সংবর্ধনা ও পালাগানের অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ৯টার সময় হাবিবুল হক কোম্পানির সভাপতিত্বে নুরুল আজিমের সঞ্চালনায় ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর পোস্ট অফিস মাঠে অনুষ্ঠিত হয়। এই সময় ২৮ জন প্রবীণ ও গুনিজনকে সংবর্ধনা প্রদান করা হয়,
সম্বর্ধিত প্রবীণ ও গুনিজনেরা হলেন মরহুম আলহাজ ফজল কবির কোম্পানি, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সিরাজুল হক কোম্পানি, রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বর্তমান বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড( বিআরডিবি) রামু উপজেলা শাখার চেয়ারম্যান নুরুল হক চৌধুরী, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বর্তমান জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম,ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, পেঠান আলী সিকদার, আবদুল হাকিম কোম্পানি, আবদুল হাকিম সিকদার, আবদুল আজিজ মেম্বার, নুরুল হাকিম,নুরুল হক মাঝি,নুর আহাম্মদ, জফর আহাম্মদ,আবদুল হাকিম,জাবের আহাম্মদ, জাগের মিস্ত্রি, নজির আহাম্মদ, শামশুল আলম, বদিউল আলম সিকদার,ছব্বির আহাম্মদ, মোহাম্মদ হানিফ,আবদু রহমান, নুরুল ইসলাম লুলু,আনুয়ারুল হক আনু,আবুল কাসেম,মোহাম্মদ ছলিম,নুরুল হক,ইলিয়াছ সিকদার, অনুষ্ঠানের আয়োজন করেন অফিসের চর চরপাড়া এলাকার হাবিবুলহক কোম্পানি, রামু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, রামু ওয়ালটনের স্বত্ব অধিকারী মোহাম্মদ আলম, সাহেদ কোম্পানি ,মাবুব কোম্পানি,মোস্তাক আহাম্মদ কোম্পানিএডভোকেট সাজ্জাদ,মাস্টার, সাইফুল, আবছার মিয়া, আবদু রহিম মাস্টার, রিপন,রমজান, নুরুল আমিন সিকদার,ফরিদুল আলম,কৃষক সমবায় সমিতি,বাবুল,ওসমান, জসিম,কাজল, সোহেল, এ হাছান,রনি,ড্রাইভার মোক্তার, ফজু, সরু, আবদুল গফুর,মনসুর আলম , রিমন, আনচার,আবদু রহিম,আলম সাওদগর, তলু বৈদ্য, সজল,আলমগীর, মোহাম্মদ আলম,ফরিদ ,রেজাউল, ফারুক, তারেক, মোফিজ,নুরুল হক ড্রাইভার, ফাহিম, সোহেল, পালাগানের অনুষ্ঠান উপভোগ করেন আবাল বৃদ্ধ বণিতা, নারী পুরুষ সহ শত শত মানুষ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।