নিজস্ব প্রতিবেদকঃ
তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা কক্সবাজার শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জাতীয় সংগীত ও তানযীম সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়।

এরপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল।

তিনি তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার শিক্ষার্থীদের সুন্দর ও সুশৃঙ্খল ক্রীড়া কার্যক্রমে মুগ্ধ হন। সেই সঙ্গে প্রতিটি শিক্ষার্থীকে নৈতিক শিক্ষায় গড়ে ওঠার আহ্বান জানান।

শাখা প্রধান মাওলানা ইয়াহিয়া মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ নেজামুল হক, দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান আনছার হোসেন, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) বার্তা সম্পাদক ইমাম খাইর, কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি ফোরকান আহমেদ খোকন।

কো-অর্ডিনেটর মাওলানা মোঃ শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে আমিনুল হিফয মাওলানা ইফাজ উল্লাহ, শিক্ষক নুরুল আবছারসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।